বাংলাদেশ সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তরুন রাজনীতিবিদ জনাব নাহিম রাজ্জাক মহোদয়ের নেতৃত্বে কিছু উদ্যোমী তরুণরা গত ১৫ নভেম্বর ২০১৪ তারিখে 'ইয়ং বাংলা' নামে একটি সংগঠনের যাত্রা শুরু করেন। পরের বছর ৩১ জানুয়ারি এম.সি কলেজে সংগঠনটির সিলেট অংশের বিভাগীয় Meet অনুষ্ঠিত হয়। ঐ অনুষ্ঠানে সিলেটের একজন তরুন উদ্যোক্তা তার বক্তব্যে বাংলাদেশকে 'ভাংলাদেশ' বলে উচ্চারণ করা শুনে আমি স্তব্দ হয়ে যাই। একজন সচেতন বাঙ্গালী নিজের দেশের নামের উচ্চারণ সঠিকভাবে বলতে পারেনা। এটা বাঙ্গালী জাতি হিসেবে খুবই লজ্জার ব্যাপার। আমার ভেতর তখন অপরাধবোধ কাজ করে।
.
পৃথিবীর কোন জাতির ইতিহাসে ভাষা নিয়ে আন্দোলন, ভাষার প্রতি জীবন উৎসর্গের রক্তিম পরিস্থিতি কখনও ঘটেনি। আমাদের ভাষা রক্ষার আত্নত্যাগের ইতিহাস আছে। ২১ ফেব্রুয়ারি আসলেই আমরা ভাষার প্রতি মমতা দেখাই। ভাষা নিয়ে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের অজ্ঞতার কথা বলি। খুব দুঃখ হয় যখন দেখি সিলেটে ভাষা চর্চার কোন মানসম্মত প্লাটফর্ম নেই। এখানকার ছেলে মেয়েরা ভুল বাংলা শিখছে, ভুল বানানে নিজেকে সমৃদ্ধ করছে। আমি নিজেও বাংলা ভাষার সঠিক চর্চার ক্ষেত্রে এখনও পিছিয়ে আছি। নিজের অজান্তে প্রতিনিয়ত ভুল বানানে লিখছি, ভুল উচ্চারণ করছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় যদি সপ্তাহে অন্ততঃ দুই দিন ভ্রাম্যমান ট্রেনিং বাসের মাধ্যম বাংলা ভাষা চর্চার ক্লাস নেওয়া হয় এদেশের ছেলে মেয়েরা শুদ্ধ বাংলাকে জানবে। শুদ্ধ বাংলার জয়গান করবে।
.
সেদিন পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের CSE বিভাগ শিক্ষার্থীদের বানান ভীতি দূর করতে 'শব্দকল্পদ্রুম' নামে একটি উৎসবের আয়োজন করতে যাচ্ছে। দেশের প্রতিটি বিভাগীয় জেলায় এই উৎসব আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ৩ মার্চ ২০১৭ তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় এ উৎসব আয়োজনের কথা রয়েছে। যদি আজ উৎসবটি সারাদেশে বিভিন্ন শহিদমিনারে একযোগে আয়োজন করা হতো সকলের নিকট এ উৎসবের গ্রহণযোগ্যতা পেত শতভাগ।
.
মিজানুর রহমান
২১.০২.২০১৭
.
পৃথিবীর কোন জাতির ইতিহাসে ভাষা নিয়ে আন্দোলন, ভাষার প্রতি জীবন উৎসর্গের রক্তিম পরিস্থিতি কখনও ঘটেনি। আমাদের ভাষা রক্ষার আত্নত্যাগের ইতিহাস আছে। ২১ ফেব্রুয়ারি আসলেই আমরা ভাষার প্রতি মমতা দেখাই। ভাষা নিয়ে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের অজ্ঞতার কথা বলি। খুব দুঃখ হয় যখন দেখি সিলেটে ভাষা চর্চার কোন মানসম্মত প্লাটফর্ম নেই। এখানকার ছেলে মেয়েরা ভুল বাংলা শিখছে, ভুল বানানে নিজেকে সমৃদ্ধ করছে। আমি নিজেও বাংলা ভাষার সঠিক চর্চার ক্ষেত্রে এখনও পিছিয়ে আছি। নিজের অজান্তে প্রতিনিয়ত ভুল বানানে লিখছি, ভুল উচ্চারণ করছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় যদি সপ্তাহে অন্ততঃ দুই দিন ভ্রাম্যমান ট্রেনিং বাসের মাধ্যম বাংলা ভাষা চর্চার ক্লাস নেওয়া হয় এদেশের ছেলে মেয়েরা শুদ্ধ বাংলাকে জানবে। শুদ্ধ বাংলার জয়গান করবে।
.
সেদিন পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের CSE বিভাগ শিক্ষার্থীদের বানান ভীতি দূর করতে 'শব্দকল্পদ্রুম' নামে একটি উৎসবের আয়োজন করতে যাচ্ছে। দেশের প্রতিটি বিভাগীয় জেলায় এই উৎসব আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ৩ মার্চ ২০১৭ তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় এ উৎসব আয়োজনের কথা রয়েছে। যদি আজ উৎসবটি সারাদেশে বিভিন্ন শহিদমিনারে একযোগে আয়োজন করা হতো সকলের নিকট এ উৎসবের গ্রহণযোগ্যতা পেত শতভাগ।
.
মিজানুর রহমান
২১.০২.২০১৭
No comments:
Post a Comment