মেয়ে, দেশ দুই দিনের সাপ্তাহিক ছুটির কবলে পড়েছে। লোক মারফত জেনেছি, মানুষ নাকি অবসরে থাকলে অপচয় করে! আমিও এই ছুটিতে শব্দ অপচয় করবো :) । কিবোর্ড আমার যন্ত্রনায় অতিষ্ঠ হবে, সাথে তুমিও।
.
শুনো, তোমার সঙ্গোপনে নিজেকে বাচাল বানানো আমার নিজের সৃষ্ট চরিত্র। কেননা আমি চাই আমার বেস্টনির কথার ফুলঝুড়িতে তুমি ভাল থাকো। গ্লাণিহীন পথে তোমার অভিযাত্রিক হওয়া একজন পুরুষের পক্ষে তা রথযাত্রা। তোমার সান্নিধ্য নিশ্চিত করতে আমিতো পুরুষ হতে চাইনি, প্রেমিক হওয়ার সম্ভাবনায় মাটির বুকে হাঁটু গেড়ে হাত বাড়িয়েছি কতবার!
.
বলো মেয়ে, আমি কি প্রেমিক হতে পেরেছি? নির্বাক, তুমি কি ভাবছো? ভাবছো হয়তো রক্ত মাংসের গন্ধে আমি প্রেমাতাল! আমার বর্জিত কার্বন-ডাই-অক্সাইডে কি এরকম আভাস পাচ্ছো? আমার মাঝে পুরুষালীর অস্তিত্ব সন্ধান করতে গিয়ে তোমার চেহারায় যে অনিরাপত্তার ছাপ পড়েছে তাতে আমি শংকিত, কঠিন শংকিত।
.
শুনো মেয়ে, মেয়েরা খুব আজব জীব, ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নিজেকে নিরাপদ মনে করে। আমাকে পুরুষ ভেবে তোমার সরে যাওয়াটা বোকামি। আমি তোমার জন্য পুরুষ হতে চাইনি। আমি প্রেমিক হতে চেয়েছি। পুরুষদের যা থাকে প্রেমিকের সেটা নেই। এই যেমন, সবুজ রঙ্গের শাড়ি গায়ে তোমার সাথে আমার বৃষ্টি ভেঁজার স্বপ্ন আছে অথচ প্রেমিকের ছাদ নেই। পুরুষের বহুতল ভবন আছে কিন্তু প্রেম নেই।
.
বলো, আমি কখনও তোমার মাঝে সুনীলের বরুনাকে খুঁজেছি? সুনীল বরুনার বুকে রক্ত মাংসের গন্ধ পেয়েছিল। বাঙালী নাকি উৎসুক, আবেগে টালমাটাল। তার মানে আমিও আবেগী। আবেগী পুরুষরা কবি হতে চায়, আমিও কবি হতে চাই! প্রেমিক কবি।
.
মেয়েরা নাকি সঙ্গী ছাড়া চলতে পারেনা! এজন্যই কাগজ কলমে বাবারা হয়তো মেয়েদের সঙ্গী ধরিয়ে দেন। বিয়ের পর সিংহভাগ মেয়ে পুরুষের সান্নিধ্য পায়, প্রেমিকের নয়। বিবাহিত পুরুষের অস্তিত্ব একটা দশা যাওয়ার পর বিলীন হয়ে যাবে। প্রেমিকের অস্তিত্ব আজীবন।
.
প্লিজ, মাটির বুকে হাঁটু গাড়া ছেলের হাত ধরে টান দাও। আমাকে প্রেমিকের স্বীকৃতি দাও। :P
.
মিজানুর রহমান
০৮.০৬.২০১৭
.
শুনো, তোমার সঙ্গোপনে নিজেকে বাচাল বানানো আমার নিজের সৃষ্ট চরিত্র। কেননা আমি চাই আমার বেস্টনির কথার ফুলঝুড়িতে তুমি ভাল থাকো। গ্লাণিহীন পথে তোমার অভিযাত্রিক হওয়া একজন পুরুষের পক্ষে তা রথযাত্রা। তোমার সান্নিধ্য নিশ্চিত করতে আমিতো পুরুষ হতে চাইনি, প্রেমিক হওয়ার সম্ভাবনায় মাটির বুকে হাঁটু গেড়ে হাত বাড়িয়েছি কতবার!
.
বলো মেয়ে, আমি কি প্রেমিক হতে পেরেছি? নির্বাক, তুমি কি ভাবছো? ভাবছো হয়তো রক্ত মাংসের গন্ধে আমি প্রেমাতাল! আমার বর্জিত কার্বন-ডাই-অক্সাইডে কি এরকম আভাস পাচ্ছো? আমার মাঝে পুরুষালীর অস্তিত্ব সন্ধান করতে গিয়ে তোমার চেহারায় যে অনিরাপত্তার ছাপ পড়েছে তাতে আমি শংকিত, কঠিন শংকিত।
.
শুনো মেয়ে, মেয়েরা খুব আজব জীব, ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নিজেকে নিরাপদ মনে করে। আমাকে পুরুষ ভেবে তোমার সরে যাওয়াটা বোকামি। আমি তোমার জন্য পুরুষ হতে চাইনি। আমি প্রেমিক হতে চেয়েছি। পুরুষদের যা থাকে প্রেমিকের সেটা নেই। এই যেমন, সবুজ রঙ্গের শাড়ি গায়ে তোমার সাথে আমার বৃষ্টি ভেঁজার স্বপ্ন আছে অথচ প্রেমিকের ছাদ নেই। পুরুষের বহুতল ভবন আছে কিন্তু প্রেম নেই।
.
বলো, আমি কখনও তোমার মাঝে সুনীলের বরুনাকে খুঁজেছি? সুনীল বরুনার বুকে রক্ত মাংসের গন্ধ পেয়েছিল। বাঙালী নাকি উৎসুক, আবেগে টালমাটাল। তার মানে আমিও আবেগী। আবেগী পুরুষরা কবি হতে চায়, আমিও কবি হতে চাই! প্রেমিক কবি।
.
মেয়েরা নাকি সঙ্গী ছাড়া চলতে পারেনা! এজন্যই কাগজ কলমে বাবারা হয়তো মেয়েদের সঙ্গী ধরিয়ে দেন। বিয়ের পর সিংহভাগ মেয়ে পুরুষের সান্নিধ্য পায়, প্রেমিকের নয়। বিবাহিত পুরুষের অস্তিত্ব একটা দশা যাওয়ার পর বিলীন হয়ে যাবে। প্রেমিকের অস্তিত্ব আজীবন।
.
প্লিজ, মাটির বুকে হাঁটু গাড়া ছেলের হাত ধরে টান দাও। আমাকে প্রেমিকের স্বীকৃতি দাও। :P
.
মিজানুর রহমান
০৮.০৬.২০১৭